১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:১২

প্রচারণায় হামলা, রিজভী আহত

ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার বিকালে কাওরান বাজারে প্রচারণায় গিয়ে তিনি এ হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রচারণায় রিজভীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ অংশ নেন। হামলার পরে রিজভীসহ অন্যদের সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিৎসা নিচ্ছেন। রিজভীর হাতে ও পায়ে ব্যান্ডেজ করা হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ রাত ১২টায়। শেষ দিনের প্রচারে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ সকালে জাতীয় প্রেসক্লাবে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০২০ ৫:৩১ অপরাহ্ণ