১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

আফগানিস্তানে ৮৩ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে হেরাতের দিকে যাওয়ার সময় ৮৩ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সোমবার আরিয়ানা আফগান নামক সরকারি বিমান পরিবহন কোম্পানির ওই উড়োজাহাজটি গজনি প্রদেশের পাহার নামক জায়গায় বিধ্বস্ত হয় বলে রুশ সম্প্রচারমাধ্যম আরটি খবর দিয়েছে।

যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে বলেছে, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা বলা হচ্ছে সেটি তালেবানদের নিয়ন্ত্রণাধীন। উড়োজাহাজটিতে ৮৩ আরোহী থাকলেও হতাহতের বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি। বিধ্বস্ত হওয়ার সময় ব্যাপক বিষ্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।

সম্প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই উড়োজাহাজটি কাবুলের দক্ষিণ-উত্তরের গজনির একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছে আরটি।

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০২০ ৪:৫৫ অপরাহ্ণ