১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:২৫

ছেলের নির্বাচনি প্রচারে মা

ঢাকার দুই সিটির নির্বাচনি প্রচার জমে উঠেছে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বসে নেই তাদের স্বজনরা। এবার দক্ষিণের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের জন্য প্রচারে নেমেছেন তার মা ইসমত আরা হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন পলওয়েল সুপার মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে ছেলের জন্য ভোট চান তিনি। প্রায় এক ঘণ্টা তিনি প্রচার চালান। ছেলের জন্য ভোট চাওয়ার পাশাপাশি দোয়াও প্রার্থনা করেছেন তিনি।

ইসমত আরা হোসেনের প্রচারের সময় তার সঙ্গে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষেও ভোট চান তার মা নাসরিন আউয়াল।

প্রচার চালানোর সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন ইসমত আরা। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মাগো তোমার একটি ভোটে, খালেদা জিয়া মুক্তি পাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ছেলে ইশরাক হোসেন সৎ ও যোগ্য প্রার্থী। নির্বাচিত হলে আপনাদের সেবা করতে পারবেন। আপনারা সকাল-সকাল ভোট দিতে চলে যাবেন। আমার সন্তানের জন্য দোয়া করবেন ও ভোট দেবেন।’

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ