১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

বরগুনায় সড়কে প্রাণ হারালেন মা-ছেলেসহ তিনজন

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর এ কে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নুপুর নামে এক নারীর নাম জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী। এছাড়া দুর্ঘটনায় মারা যাওয়া নুপুরের ছেলে এবং অন্য নারীর নাম জানা যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০২০ ২:৩০ অপরাহ্ণ