১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

ইভিএম নিয়ে রিটের শুনানি রবিবার

একইসঙ্গে এই সময়ের মধ্যে ইভিএম নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচপারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ৮ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণের কথা রয়েছে। এর আগে এই রিট দায়ের করা হয়।

প্রকাশ :জানুয়ারি ২১, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ