ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে মিরপুরে তাবিথ আউয়াল নেতা-কর্মী নিয়ে নির্বাচনী প্রচারে নামেন। বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মিরপুর থেকে কল্যাণপুর যাওয়ার পথে পর্বত সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। পিছন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। এতে পাঁচ থেকে ছয়জন বিএনপি নেতাকর্মী আহত হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এর বরাত দিয়ে তিনি বলেন, হামলা হলেও প্রচারণা বন্ধ থাকবে না। প্রচারণা অব্যাহত থাকবে। তিনি সবাইকে প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।