২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

আদালতে রাজবধূ মেগানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বাবা!

অস্থির পরিবেশ বিরাজ করছে যুক্তরাজ্যের রাজপরিবারে।

এবার জানা গেছে, ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তারই বাবা টমাস মার্কেল। খবর বিবিসির

তবে বিষয়টি রাজপরিবারকে ঘিরে নয়; ২০১৮ সালে রাজকুমার হ্যারির সঙ্গে বিয়ের কয়েক মাস পর ব্রিটেনের এক ট্যাবলয়েড পত্রিকার বিরুদ্ধে মামলা করেন মেগান।

আর সেই মামলায় মেয়ের বিপক্ষেই টমাস মার্কেল সাক্ষ্য দিতে যাচ্ছেন।

বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ, ২০১৮ সালের আগস্টে বাবাকে একটি আবেগঘন চিঠি লেখেন মেগান। আর সেই চিঠি ওই ট্যাবলয়েড প্রকাশ করে।

এ ঘটনায় পত্রিকাটির বিরুদ্ধে মেগান মামলা করেন।

মামলায় অভিযোগ করেন, রাজপরিবার সদস্যের ব্যক্তিপরিসরের অধিকার লঙ্ঘন করেছে ট্যাবলয়েডটি।

তবে ট্যাবলয়েড কর্তৃপক্ষ বারবারই মেগানের সেই অভিযোগের বিরোধিতা করে আসছেন।

মেগানের বিরুদ্ধে ট্যাবলয়েডের পাল্টা অভিযোগ, বিয়ের পর বাবা টমাস মার্কেল সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়াতে বন্ধুদের প্ররোচনা দিয়েছিলেন মেগান।

তা ছাড়া এতে ব্যক্তিপরিসরে কোনো অধিকার লঙ্ঘন হয়নি দাবি করে ট্যাবলয়েড কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, রাজপরিবার নিয়ে ব্রিটেনবাসীর ‘বৈধ আগ্রহ’ রয়েছে। কারণ তারা জনতার অর্থে ‘প্রচুর সুযোগ-সুবিধা এবং সম্পদ’ ভোগ করেন।

গত সপ্তাহ রাজপরিবার থেকে ‘সিনিয়র রয়্যাল’ হিসেবে সরে দাঁড়ানোর কথা বলে এখন খবরের শিরোনামে হ্যারি-মেগান। তাদের হঠাৎ নেয়া এমন সিদ্ধান্তে রানি ব্যথিত ও হতাশ হয়েছেন। এ খবরে বেশ অস্বস্তিতে পড়েছে রাজপরিবার। এখন মেগানের বিরুদ্ধে কোর্টে তার বাবা সাক্ষ্য দেয়ার সংবাদে অস্বস্তি আরও বাড়ল রাজপরিবারের।

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ