গাজীপুর প্রতিনিধি : ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ জানিয়েছে তাবলিগ জামাতের মাওলানা যোবায়েরপন্থী অংশ। ওই বছর ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানান যোবায়েরপন্থী মুরুব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন। রবিবার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের পর তিনি মাইকে এ ঘোষণা দেন। এর আগে এ বছরের ২৭ নভেম্বর ৫ দিনের জোড় ইজতেমা হবে বলেও তিনি জানান।
যোবায়েরপন্থী মাওলানারা জানান, শনিবার (১১ জানুয়ারি) রাতে তারা বৈঠক করেন। আলোচনার মাধ্যমে তারা আগামী বছরের ইজতেমার তারিখ নির্ধারণ করেন।
সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুয়ায়ী, প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়ার চার দিন পর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়। সেই অনুয়ায়ী, ২০২১ সালের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ২০২০ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আজ রবিবার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রথম পর্বের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব, শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।
সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুয়ায়ী, প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়ার চার দিন পর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়। সেই অনুয়ায়ী, ২০২১ সালের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ২০২০ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আজ রবিবার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রথম পর্বের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব, শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।