পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার খালিজপুর গ্রামের হাতেম আলী বয়াতীর ছেলে আলী আজগর (৭০), নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ওসমান গনির ছেলে ইউসুফ মেম্বার (৪৫), বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তোল্লা গ্রামের আবদুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০), কুমিল্লার দেবীদ্বার উপজেলার ডিমলা গ্রামের আবদুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।.
এছাড়া শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর চারঘাট থানার বনকির গ্রামের রহিম উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ নিয়ে এবারের ইজতেমায় আগত ৯ জন মুসল্লি মারা গেলেন।.
তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে চারদিন বিরতি দিয়ে ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই ইজতেমায় মাওলানা সা’দ অনুসারীর মুসল্লিরা অংশ নেবেন।