১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:১৯

তাপমাত্রা কমতে পারে

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৬, সিলেটে ১২ দশমিক ৮, রাজশাহীতে ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৫, খুলনায় ১৩ এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সার্বিকভাবে তাপমাত্রা বাড়লেও কোনও কোনও এলাকায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে কনকনে বাতাস বইছে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আগামীকাল তাপমাত্রা বেড়ে পরিস্থিতি ভালো হবে। তবে আজ কিছু এলাকায় রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।’ তিনি আরও জানান, ‘ঢাকার আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা একই থাকবে আপাতত। তবে ঘন কুয়াশা থাকবে আগের মতোই।’

প্রকাশ :জানুয়ারি ১১, ২০২০ ৩:০৯ অপরাহ্ণ