১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫

মাদাম তুসো থেকে সরানো হল হ্যারি-মেগানের মূর্তি

লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের রাজপরিবারের সদস্যদের আবক্ষ মূর্তি থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রিন্স হ্যারি এবং মেগান মারকেলের মোমের মূর্তি।

ব্রিটেনের রাজ পরিবারের ‘সিনিয়র’ সদস্যের খেতাব ছেড়ে দেয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই দুজনের মূর্তি সরানো হল। মূর্তি দুটি মিউজিয়ামের অন্য কোথাও বসানো হবে বলে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ। খবর বিবিসির

বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিন্স হ্যারি ও মেগান ঘোষণা করেন, এখন থেকে ‘সিনিয়র রয়্যালস’ এর খেতাব তারা আর ব্যবহার করবেন না। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবেন।

এই বেদনাদায়ক ঘোষণায় হ্যারি-মেগান বলেন, এবার থেকে ব্রিটেন এবং উত্তর আমেরিকা দুই জায়গাতেই ভাগ করে থাকবেন এবং রাজপরিবারের আর্থিক সুযোগসুবিধা ছেড়ে সাধারণ মানুষের মতো উপার্জনের চেষ্টা চালাবেন তারা।

এক বিবৃতিতে মেগান জানান, ব্রিটেন এবং উত্তর আমেরিকা দুই ভৌগোলিক অবস্থানে আমাদের ছেলে আর্চি বেড়ে উঠলে একই সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য এবং সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে তার ধারণা জন্মাবে।

এদিকে কোনোরকম পূর্ব আলোচনা ছাড়াই হ্যারি-মেগানের এই ঘোষণায় বিপাকে পড়েছে ব্রিটিশ রাজপরিবার। বাকিংহাম প্রাসাদের একটি সূত্র বলছে, এতে রানী হতাশ ও ব্যথিত হয়েছেন।

শুক্রবার রাজপরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হ্যারি-মেগান এই সিদ্ধান্ত ঘোষণার আগে রাজপরিবারের কোনো সদস্যের সঙ্গে আলোচনা করেননি। এমনকি ইনস্টাগ্রামে ওই সিদ্ধান্ত পোস্ট করার ঠিক দশ মিনিট আগে চার্লস, হ্যারির দাদা, রাজকুমার উইলিয়াম এই ঘোষণার কাগজপত্র হাতে পান।

এদিকে ‘বিতর্কিত’ সিদ্ধান্ত ঘোষণার পরে ছেলে আর্চির সঙ্গে থাকতে শনিবার কানাডা ফিরে গেছেন ডাচেস অব সাসেক্স। তবে লন্ডনে আপাতত রয়ে গেছেন রাজকুমার হ্যারি।

হ্যারি-মেগানের এমন ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিটেনে। রাজপরিবারের এই পরিবার এখন থেকে কীভাবে জীবনযাপন করবেন সে বিষয়ে নানা প্রশ্ন উঠেছে।

অনেকের ধারণা, এক সময়ের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মেগান আবারও বিনোদন জগতে ফিরে যাবেন।

তবে বিশেষজ্ঞেরা বলছেন, হ্যারি-মেগান দম্পতি বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে বই লিখে রোজগার করতে পারেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল এখন এমনটাই করছেন।

এছাড়া এ দম্পতি ‘সাসেক্স রয়্যাল’ ব্র্যান্ডনেম দিয়ে পণ্য বিপণনেও যেতে পারেন বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।

সূত্র : বিবিসি, টেলিগ্রাফ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০২০ ১:৩৫ অপরাহ্ণ