১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

দ্বিতীয়বারের মতো আসামে যেতে পারলেন না মোদি

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের জেরে আসাম সফর বাতিল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতে তার সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এদিন ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০’ এর উদ্বোধন করার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু মোদি আসাম সফরে আসতে পারেন এই খবর পেয়েই বিক্ষোভের ঘোষণা করেছিল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন(আসু)।

আসু আগাম হুমকি দিয়ে রেখেছিল, প্রধানমন্ত্রী আসাম এলে ব্যাপক বিক্ষোভ দেখানো হবে। দেখানো হবে কালো পতাকা। এরপর অশান্ত আসাম এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদি।

সরকারিভাবে সফর বাতিল করার কথা জানানো না হলেও ‘খেলো ইন্ডিয়া গেমস’-এর সিইও অবিনাশ জোশী জানিয়েছেন, তাদের আমন্ত্রণের কোনও আনুষ্ঠানিক জবাব এখনও আসেনি।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণলায় এবং আসাম সরকারকে প্রধানমন্ত্রীর তরফে জানিয়ে দেয়া হয়েছে, তিনি ওই অনুষ্ঠানের উদ্বোধন করতে পারবেন না।

আসামের বিজেপি মুখপাত্র দেওয়ান ধ্রুবজ্যোতি মারাল সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়ে দিয়েছেন, ‘তার (মোদির) সফর বাতিল হয়েছে। রাজ্য সরকার তাকে অনুরোধ জানিয়েছিল। কিন্তু, তিনি সময় দিতে পারবেন না।’

ডয়চে ভেলে জানায়, বিতর্কিত বিলটি পাস হওয়ার পর এই নিয়ে আসামে নরেন্দ্র মোদির দ্বিতীয় সফর বাতিল হল। এর আগে ১৫ থেকে ১৭ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মোদির শীর্ষ বৈঠক গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। তখনও বিক্ষোভে উত্তাল আসামে এই বৈঠক করা যায়নি।

প্রকাশ :জানুয়ারি ৯, ২০২০ ১:৪৩ অপরাহ্ণ