১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বাংলাদেশের জন্য শ্রেয় ‘নিশ্চুপ কূটনীতি’

মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে কোনও পক্ষ না নেওয়াটা বাংলাদেশের জন্য সঠিক হবে বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা। তারা মনে করেন, চলমান পরিস্থিতিতে ‘সাইলেন্ট ডিপ্লোমেসি’ বা নিশ্চুপ থাকাটাই শ্রেয়। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রকেট হামলায় ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হন। এরপর ইরান প্রতিশোধের ঘোষণা দেয়। বুধবার ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাটিতে মিসাইল হামলাও চালায় তেহরান।

এ ধরনের যুদ্ধাবস্থা পরিস্থিতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে জানতে চাইলে সাবেক পররাষ্ট্রসচিব মোহাম্মাদ তৌহিদ হোসেন বলেন,  ‘বাংলাদেশের কৌশলগত স্বার্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেন কোনও যুদ্ধ না হয়। সেখানে যুদ্ধ হলে তেলের দাম বাড়বে, যা বাংলাদেশসহ সবাইকে ক্ষতিগ্রস্ত করবে।’ এছাড়া মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব ও ইরাকে অনেক বাংলাদেশি কর্মরত। যেকোনও ধরনের সহিংসতা তাদের নিরাপত্তার জন্য হুমকি জানিয়ে তিনি বলেন, ‘এর ফলে একদিকে যেমন তাদের জীবন হুমকিতে পড়তে পারে তেমনি, বাংলাদেশে তারা যে রেমিটেন্স পাঠায় সেটি ব্যাহত হতে পারে।’

ইরাকের মাটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সরকারি কর্মকর্তার নিহতের বিষয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে তিনি বলেন, ‘এখানে কোনও পক্ষে অবস্থান নেওয়া খুবই কঠিন।’ তিনি বলেন,  ‘যুক্তরাষ্ট্রের হামলার পদক্ষেপকে সমর্থন জানানোর কোনও কারণ নেই বাংলাদেশের। আবার ইরানের পক্ষ নিয়ে বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা করারও কোনও কারণ নেই।’

মধ্যপ্রাচ্যে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে এবং শান্তি অবস্থা সৃষ্টির জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের বক্তব্য এ ধরনেরই হওয়া উচিৎ বলে মনে করেন ওই সাবেক সচিব।

একই ধরনের মন্তব্য করে লিবিয়াতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ও প্রাক্তন মেজর জেনারেল মোহাম্মাদ শহীদুল হক বলেন, ‘নিশ্চুপ কূটনীতি এখন সবচেয়ে ভালো পথ।’ নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য অত্যন্ত স্পর্শকাতর জায়গা এবং এখানে সবাইকে খুশি যদি নাও করা যায় অন্তত কেউ যেন অখুশি না হয়।’

বাংলাদেশে অবস্থিত ইরানী দূতাবাসের বিবৃতির বিষয়ে তিনি বলেন, ‘তেহরান এখন সব জায়গায় চেষ্টা করছে এটি বলার জন্য যে, তারা এই গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত। বাংলাদেশেও তারা এ কাজ করছে। বুধবার (৮ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রদূত এক টুইট বার্তায় জানিয়েছে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন।’

বুধবারের মিসাইল হামলার বিষয়ে তিনি বলেন,  ‘যুক্তরাষ্ট্র জানতো যে এই আক্রমণ হবে এবং সেখানে কেউ আহত হয়নি। অবস্থা দেখে মনে হচ্ছে দুইপক্ষ যত বেশি কথা বলছে ততবেশি হামলা করছে না।’ এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে বলেছেন, ইরাকে অবস্থানরত শ্রমিকদের বিষয়ে সরকার উদ্বিগ্ন এবং তাদের বিষয়ে সবসময় খোঁজখবর রাখছেন।

প্রকাশ :জানুয়ারি ৯, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ