২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

সোলাইমানি হত্যার বদলা : ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার

ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে কেউ যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে, তবে তাকে আট কোটি ডলার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
সোলাইমানির জানাজার নামাজের সময়ে সরকারি সম্প্রচারে বলা হয়, কেউ যদি ট্রাম্পকে হত্যা করতে পারে তবে প্রতিটি ইরানি এক মার্কিন ডলার করে দেবে।
এতে ঘোষণা করা হয়, ইরানের জনসংখ্যা আট কোটি। ইরানি জনসংখ্যার ওপর ভিত্তি করে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার দাম নির্ধারণ করছি। যে তাকে হত্যা করতে পারবে, তাকে আট কোটি ডলার দেয়া হবে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় হত্যা করা হয় ইরানি কমান্ডারকে। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরো বেড়ে গেছে।
এর আগে সোমবার ইরানি এমপি আবুল ফজল আবু তোরাবি আমেরিকান রাজনীতির কেন্দ্রবিন্দুতে হামলা চালানোর ঘোষণা দেন।

তিনি ইরানি লেবার নিউজ এজেন্সিকে বলেন, আমরা হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি। আমরা আমেরিকান মাটিতেই তাদের জবাব দিতে পারি। আমাদের ক্ষমতা আছে। আমরা যথাযথ সময়ে তাদেরকে সমুচিত জবাব দেব।
তিনি বলেন, এটা যুদ্ধ ঘোষণা। ফলে ইতস্তত করার মানে হেরে যাওয়া।
সূত্র : ডেইলি মিরর

প্রকাশ :জানুয়ারি ৬, ২০২০ ৬:০০ অপরাহ্ণ