১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

বৃষ্টির পর শীতের দাপট

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় বৃষ্টির পর তীব্র শীত নেমে এসেছে। শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

তবে এই শীত আর বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষগুলো। তারা ঘর থেকে বের হতে পারছেন না। কর্মহীন বসে থাকতে হচ্ছে দিনমজুরদেরকেও।

এদিকে, ঠান্ডাজনিত কারণে শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি বেড়েছে। হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, গত ২৪ ঘন্টায় এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮.৪ মি. মি.। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠাণ্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

প্রকাশ :জানুয়ারি ৪, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ