২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে সম্ভবত ফিজিতে আর প্রথম দিনের শেষ শিশুটি জন্মেছে যুক্তরাষ্ট্রে। ইউনিসেফ এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম দিনে মোট ৩ লক্ষ ৯২ হাজার ৭৮টি শিশুর জন্ম হয়েছে।
ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর জানান, বছরের প্রথম দিনে মোট যত সংখ্যক শিশু জন্মেছে তার অর্ধেক শিশুর জন্ম হয়েছে ভারত, চীন, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, কঙ্গো ও ইথিওপিয়া— এই আটটি দেশে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতি বছর জন্মের পরই ২৫ লক্ষেরও বেশি শিশুর মৃত্যু হয়। তবে গত তিন দশকে শিশুমৃত্যু প্রতিরোধে অভাবনীয় উন্নতি হয়েছে। শিশুমৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, আগামী ৩০ বছরের মধ্যে প্রায় ২৭৩ মিলিয়ন শিশু ভারতে জন্মাবে। এই শতাব্দীর শেষে জনসংখ্যায় চীনকেও ছাড়িয়ে যেতে পারে ভারত।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

