১৭ই এপ্রিল, ২০২৫ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪
ব্রেকিং নিউজ

বর্ষবরণের ফানুসে পুড়ল চিড়িয়াখানার ৩০ প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল ফানুসের। কিন্তু সেই ফানুসই কাল হলো। বর্ষবরণের রাতে আগুনে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ৩০টি বন্যপ্রাণীর। যার মধ্যে রয়েছে শিম্পাজি, গরিলা ও বানর।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, জার্মানির উত্তর পশ্চিম অংশের ক্রেফিল্ড চিড়িয়াখানাতে এই দুর্ঘটনা ঘটে। যখন নতুন বছরকে বরণ করে নিতে সবাই মগ্ন, ঠিক সেই সময় এই আগুন লাগে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হঠাৎই আকাশে লেলিহান আগুনের শিখা দেন। খবর দেওয়া হয় দমকলে। হনুমান শিম্পাজির খাঁচা আগুনের কবলে পড়ে।

শিম্পাঞ্জির জায়গাটি মূল চিড়িয়াখানা থেকে খানিকটা দূরে, তাই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওই প্রাণীদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বানরদের খাঁচায় কোনো প্রাণী বেঁচে নেই।

জার্মানির যে শহরে এই চিড়িয়াখানা রয়েছে সেখানে ফানুস ওড়ানো একেবারেই নিষিদ্ধ। তবে বর্ষবরণের রাতে সেই আইন অমান্য করেই ফানুস ওড়ানো হয়েছিল। এই চিড়িয়াখানাটিতে রয়েছে এক হাজারের বেশি প্রাণী। আর বছরে প্রায় ৪ লক্ষ দর্শক ওই চিড়িয়াখানা দেখতে আসে।

প্রকাশ :জানুয়ারি ২, ২০২০ ৩:১২ অপরাহ্ণ