১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

‘বিজয় নিশ্চিত’ দেখছেন ইশরাক

ঢাকা সিটি নির্বাচনে দক্ষিণের মেয়র পদে ‘বিজয় নিশ্চিত’ দেখছেন সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের ইশরাক বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। ঢাকাবাসী এই পরিস্থিতি মোকাবিলা করতে আজ ঐক্যবদ্ধ। বিএনপিও আজ ঐক্যবদ্ধ। বিজয় আমাদের নিশ্চিত। ইনশাআল্লাহ।’

দক্ষিণ সিটির গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকাল পৌনে ৩টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ইশরাকের ভাই ইশফাক হোসেন উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ইশরাক।

তিনি বলেন, ‘সারা দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই। দেশবাসী ও নগরবাসী সকলে মিলে আমরা এর মোকাবেলা করবো।’

‘আমরা উচ্চ শিক্ষিত। দেশ এবং নগরের উন্নয়ন আমরা করতে পারব ইনশাআল্লাহ। ঢাকা সিটি নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটবদ্ধ হয়েছে। বিজয় আমাদের নিশ্চিত। ইনশাল্লাহ’। বিজয় আমাদের থেকে কেউ নিতে পারবে না। আমরা বিজয় ছিনিয়ে আনবো এবার।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে দক্ষিণে লড়ছেন ইশরাক হোসেন আর উত্তরে তাবিথ আউয়াল।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা আছে কি-না সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘এটা বলার এখনো সময় আসেনি। আরও কিছুদিন পর বলতে পারব, সরকার দলের ভূমিকা কি হচ্ছে তা দেখে।’

আইন নিয়ে পড়াশুনা করা ইশরাক বলেন, ‘উন্নয়নের এই যে একটি ধোয়া উঠেছে। আমরা উচ্চ শিক্ষিত, আমরা জানি এই নগরকে কীভাবে উন্নয়ন করতে হয়। যে টাকা গত ১২ বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে সেই টাকা দিয়ে বিশ্বের যতো নামকরা বিশেষজ্ঞদেরকে এনে ঢাকার উন্নয়ন করা কোনও ব্যাপারই ছিল না।’

‘পাচার হওয়া সেই অর্থ যদি আজকে বাংলাদেশের অর্থনীতিতে থাকতো। শুধু ঢাকা নয় বাকি আরও পাঁচটা মেট্রোপলিটন শহর উন্নত হতো। দেশ একটি উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হতো।’

নির্বাচন কমিশন একাদশ নির্বাচন সুষ্ঠু করতে পারেনি অভিযোগ করে ইশরাক বলেন, ‘এই নর্বাচন কমিশনের অধীনে ৩০ জানুয়ারি কেমন নির্বাচন হয়েছে, সেটা আপনারা দেখেছেন। একজন প্রার্থী হিসেবে এই নির্বাচন কমিশনের প্রতি কেমন আস্থা থাকতে পারে? এটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই।’

‘তারপরও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে তাদের (নির্বাচন কমিশন) একটি সুযোগ এসেছে ভুল সংশোধনের। আশা করব, উনারা সেটা করবেন।’

শত শত নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘন করেছেন কি-না প্রশ্নে তিনি বলেন, ‘আমরা শত-শত মানুষ নিয়ে এসেছি এটা ভুলকথা। আমি পাঁচজন নিয়ে এসেছি। কিন্তু একই সময় অনেক কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিতে এসেছেন আলাদাভাবে। সেই দায় তো আর আমি নেব না।’

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৯ ৫:৫৮ অপরাহ্ণ