১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

সমাবেশ করতে পারেন বিএনপি, বিক্ষোভের ডাক

পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আজ প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।  নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি হওয়ার কথা ছিলো। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় সমাবেশ করতে পারেনি দলটি।

রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত কর্মসূচি বাধাগ্রস্ত করতে পোশাকে-সাদা পোশাকে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের গলিতে অবস্থান নিয়েছে পুলিশ। দেশ যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে। যখন-তখন যেকোনো স্থানে সমাবেশ করতে পারে তারা। অথচ ভিন্নমতের মানুষের সে অধিকার নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এর আগে অবশ্য একাধিকবার সমাবেশ করার জন্য অনুমতি পেতে পুলিশের কাছে চেষ্টা করে বিএনপি নেতারা। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি মেলেনি।

সোমবার সকালে ডিএমপি কমিশনার জানিয়ে দিয়েছেন, বিএনপিকে অনুমতি দেয়া হয়নি। কর্মদিবসে রাস্তা বন্ধ করলে জনদুর্ভোগ হবে বলে দলটিকে সমাবেশের অনুমতি দেয়নি তারা।

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ