১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৩৩

রংপুরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

রংপুরে তিনটি পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার তাদের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে রংপুর মহানগরীর রাধাবল্লভ এলাকায় কর্নেল মুকিতের পারিবারিক বাড়িতে ল্যাট্রিনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিহত হয় দুইজন। তারা হলেন গৌরাঙ্গ ও হাসান ।

এছাড়াও সকালে রংপুরের পীরগঞ্জের চতরায় মায়াগাড়ি গ্রামে দোকানের বাকি টাকা নিয়ে বিরোধের জেরে দোকানদার চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতাপ চন্দ্রকে। এসময় তার পুত্র প্রভাষ চন্দ্রও আহত হয়।

এদিকে সকালে পারিবারিক কলহের জেরে রংপুর মহানগরীর আজিজুল্লাহ গ্রামে শাহিন মিয়ার স্ত্রী বুলবুলি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। চারটি লাশই রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ