১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে ১ হাজার পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াই টায় পুলিশ সুপারের অফিসের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ডিবি পুলিশ মেলান্দহে শিহাটা বাজারে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মেলান্দহের কোঠের বাজারের লিয়াকত আলী (৫৫), মাদারগঞ্জের ভেলামারীর নুরুল ইসলাম (৩৬) ও বাঘলগড়ের জিয়াউল হক (৩২) কে গ্রেফতার করেছে।

তিনি জানান, সকালে মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সুজন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের নামে জামালপুর সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ