১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

উড়াল দিলেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের এ সময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সবসময়ই মিডিয়ার নজরে থাকেন তারা।

কয়েকদিন পরই নতুন বছর। আর নিউ ইয়ার ইভ একসঙ্গে কাটাতে নিউ ইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন রণবীর-আলিয়া। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এই জুটিকে একসঙ্গে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। স্পটবয় ডটকম এই তথ্য জানিয়েছে।

এদিকে বলিপাড়ায় গুঞ্জন— আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া। বিয়ের স্থানও নির্ধারণ হয়েছে। রাজি সিনেমার শুটিং করতে গিয়ে কাশ্মীরের প্রেমে পড়েছিলেন আলিয়া। সেখানেই রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চান তিনি। যদিও রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন এবারই প্রথম নয়। অতীতেও এই বিষয়ে তারা আলোচনায় এসেছেন। তবে শেষ পর্যন্ত বিয়ের খবর গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে।

বর্তমানে ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন রণবীর-আলিয়া। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনি রায়। এছাড়া শমশেরা সিনেমায় দেখা যাবে রণবীরকে। অন্যদিকে ব্রহ্মাস্ত্র ছাড়াও তখত, সড়ক-টু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ