১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

বলিউডে বছরের নতুন মুখ

বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এ বছরও বলিউডে বেশ কিছু নতুন মুখ দেখা গেছে। এদের মধ্যে বলিউড তারকাদের সন্তানও রয়েছেন। এই উঠতি তারকাদের কেউ কেউ দর্শক হৃদয়ে দাগ কেটেছেন, আবার অনেকে ব্যর্থ হয়েছেন।

২০১৯ সালে বলিউডে অভিষেক হওয়া অভিনয়শিল্পীদের নিয়ে এই প্রতিবেদন।

অনন্যা পান্ডে: অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। চলতি বছর স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এরপর পতি পত্নী অউর ওহ সিনেমাতেও অভিনয় করেছেন। এছাড়া ইশান কাট্টারের সঙ্গে খালি পিলি সিনেমার শুটিং করছেন। পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুবের্দীর সঙ্গে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সিদ্ধান্ত চতুর্বেদী: চলতি বছরের অন্যতম সাড়া জাগানো সিনেমা গলি বয়। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন সিন্ধান্ত চতুবের্দী। এম.সি শের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। বান্টি অউর বাবলি-টু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। এছাড়া শাকুন বাত্রার নাম ঠিক না হওয়া একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও অনন্যা পান্ডে।

তারা সুতারিয়া: চলতি বছর বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রীদের তালিকায় রয়েছেন তারা সুতারিয়া। তিনিও স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এরপর মারজাওয়া সিনেমায় অভিনয় করেছেন। তারাপ সিনেমায় দেখা যাবে তাকে। তেলেগু ভাষার আরএক্স ১০০’র রিমেক এই সিনেমা আগামী বছর মুক্তির কথা রয়েছে।

করন দেওল- সাহের বাম্বা: অভিনেতা সানি দেওলের ছেলে করন দেওল। পাল পাল দিল কে পাস সিনেমার মাধ্যমে চলতি বছর বলিউডে তার অভিষেক হয়েছে। সিনেমাটি পরিচালনা করেন সানি দেওল। এতে করন দেওলের বিপরীতে অভিনয় করেন মডেল-অভিনেত্রী সাহের বাম্বা। তারও বলিউডে এটি প্রথম সিনেমা।

বর্ধন পুরি- শিবালেখা ওবেরয়: বলিউডের প্রয়াত অভিনেতা অমরেশ পুরির নাতি বর্ধন পুরি। মঞ্চে নিয়মিত কাজ করলেও চলতি বছর বলিউডে অভিষেক হয়েছে। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম বলিউড সিনেমা অ্যায় শালি আশিকি। এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী শিবালেখা ওবেরয় বলিউডে পা রাখেন।

সাঈ মাঞ্জরেকর: অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ। সালমান খানের দাবাং-থ্রি সিনেমার মাধ্যমে বলিউডে এই অভিনেত্রীর অভিষেক হয়েছে। সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন তিনি।

মুহিত রেইনা: টিভি ধারাবাহিকেই বেশি অভিনয় করেছেন এই অভিনেতা। ২০০৪ সালে অন্তরীক্ষ নামের একটি সায়েন্স ফিকশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। দেবো কে দেব— মহাদেব এবং মহাভারত টিভি সিরিয়ালে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। চলতি বছর উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছে।

করন কাপাডিয়া: বলিউড অভিনেত্রী সিম্পল কাপাডিয়ার ছেলে করন কাপাডিয়া। অ্যাকশন-থ্রিলার ঘরানার ব্ল্যাঙ্ক সিনেমার মাধ্যমে চলতি বছর বলিউডে পা রেখেছেন তিনি। এতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়। অভিনয়ের জন্য দর্শক-সমালোচকের প্রশংসা পেয়েছেন করন।

প্রানূতন বেহল-জহির ইকবাল: বলিউডের প্রবীণ অভিনেত্রী নূতনের নাতনি প্রানূতন বেহল। সালমান খান প্রযোজিত নোটবুক সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। প্রানূতনের বাবা বলিউড অভিনেতা মোহনিশ। ম্যানে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায় সহ বেশ কিছু সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা। সিনেমাটির মাধ্যমে অভিনেতা জহির ইকবালেরও বলিউডে অভিষেক হয়।

নন্দীশ সিং: ভারতীয় মডেল, টিভি অভিনেতা নন্দীশ সিং। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৭ সালে কাস্তুরি ধারাবাহিকে রওনক সিঙ্ঘানিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে টিভি ধারাবাহিকে তার অভিষেক হয়। চলতি বছর হৃতিক রোশান অভিনীত সুপার থার্টি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে আনন্দ কুমারের (হৃতিকের চরিত্রে) ভাইয়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

অঙ্কিতা লোখান্ডে: অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। রিয়েলিটি শো দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর পবিত্র রিশতা টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। চলতি বছর কঙ্গনা রাণৌত অভিনীত মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন অঙ্কিতা লোখান্ডে। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত বাঘি-থ্রি সিনেমাতেও দেখা যাবে তাকে।

শ্রেয়া ধনন্তরি: ইমরান হাশমি অভিনীত সিনেমা ওয়াই চিট ইন্ডিয়া। ভারতের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে এ সিনেমার গল্প তৈরি। এতে একজন প্রতারকের ভূমিকায় অভিনয় করেছেন হাশমি। সিনেমাটিতে হাশমির বিপরীতে অভিনয় করেন শ্রেয়া ধনন্তরি। এই সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছে। তবে এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন।

মিজান জাফরি-শারমিন সেগাল: অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি এবং সঞ্জয় লীলা বানসালির ভাগ্নী শারমিন সেগাল। চলতি বছর মালাল সিনেমার মাধ্যমে দুজনই বলিউডে পা রেখেছেন।

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ণ