১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:১৫

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জনের মতো। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

দেশটির নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সুয়েজ খাল বন্দর নগরীতে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন নিহত হন।

এছাড়া দেশটির রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়।

দুটি দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন মালয়েশিয়ান, এক ভারতীয় পুরুষ ও তিন মিশরীয় রয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৯ ১২:৩০ অপরাহ্ণ