তীব্র শৈত্যপ্রবাহের দাপটে তাপমাত্রা কমা অব্যাহত হয়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাসিন্দারা।
তিন দিন আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তেঁতুলিয়ায় তা আরও কমে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তীব্র শীতের কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
রবিবার ভোরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের এই জনপদের মানুষ। শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।
প্রচণ্ড শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করতে পারছেন না শ্রমজীবী মানুষ। বিশেষ করে নির্মাণ ও কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

