২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৩

চট্টগ্রামে শীতের মধ্যে বৃষ্টিতে জনজীবন স্থবির

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সকালের দিকে বৃষ্টি থামলেও দুপুর থেকে আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন।

চট্টগ্রামে দিনের তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এই মাত্রা আরো কমে ঠান্ডা বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে।

চট্টগ্রাম মহানগরী ছাড়াও জেলার রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুন্ড, মিরসরাই, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বোয়ালখালী উপজেলায় উপজেলায় বৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃষ্টির কারণে শীতের মাত্রাও ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। খেটে খাওয়া মানুষ বাইরে বের হতে পারছে না। রাস্তা-ঘাট ফাঁকা।  আশ্রয়হীন মানুষের দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে।

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ