১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬
লরির চাপায় একই পরিবারের তিন জন নিহত

সড়কে দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন।

তারা হলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু এবং তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)। এদের মধ্যে দুই মেয়ে ঘটনাস্থলেই এবং ব্যাংক কর্মকর্তা হাসপাতালে মারা যান।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া লরির ধাক্কায় দুটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই কাউছার বলেন, একটি বেপরোয়া লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই শিশু নিহত হয়েছে। বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, ‘দুর্ঘটনায় আহত তিনজনকে চমেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাইফুজ্জামান মিন্টু বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।

সাইফুজ্জামান মিন্টু বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক। হাসপাতালে ভর্তি বাকি দুইজন হলেন- নিহত মিন্টুর স্ত্রী কনিকা আক্তার ও কন্যা মন্টি।

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ