১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

চিকিৎসার ভার নিতে পারছেন না নুররা, সাহায্যের আবেদন

ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের উপর হামলায় আহতদের চিকিৎসা খরচ বহনে সাহায্য চাওয়া হয়েছে।

আহতদের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে আহতদের পরিবার ও সংগঠনটি। তাই শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, শিক্ষক অভিভাবকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে অনেকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে ভিপি নুর, যুগ্ম আহবায়ক ফারুক হাসান ও এপিএম সুহেল, নুরের ভাই আমিনুল এবং তুহিন ফারাবীসহ অনেকে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৮/৯ জনের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন বলে ডাক্তার জানিয়েছেন। তুহিন ফারাবীর সংকটাবস্থা এখনও কাটেনি। তার অবস্থা গুরুতর।

রাশেদ জানান, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক এপিএম সুহেলের অবস্থা গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই অবনতি হয়। নুর মাঝেমধ্যে বমি করছেন। তার হাত ও কোমরের প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন। রাতে ঘুমাতে পারছেন না। সংগঠনের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের দুই চোখে প্রচণ্ড রকমের আঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। সংগঠনের ঢাকা কলেজের যুগ্ম-আহবায়ক নাজমুল ইসলাম। তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। তার হাত ভেঙে দেয়া হয়েছে। তার অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফারুক হাসান। তার হাতের একটা শিরা আঘাতে ছিড়ে গেছে। তার বাম কানেও প্রচণ্ড আঘাতের কারণে শুনতে পাচ্ছেন না। তার অবস্থাও দিনে দিনে অবনতি হচ্ছে। ভিপি নুর এর ছোট ভাই আমিনুল ইসলামের অবস্থাও গুরুতর।

তিনি বলেন, হামলায় আহতদের চিকিৎসা খরচ বহনে হিমশিম খাচ্ছি আমরা, প্রতিদিন অনেক খরচ হচ্ছে। আহতরা সবাই নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসা, আমরা চাচ্ছিলাম আহতদের পরিবার এই খরচ বহন না করুক।

হামলায় আহতদের চিকিৎসার খরচ অত্যন্ত ব্যয়বহুল জানিয়ে শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, শিক্ষক অভিভাবকদের বিষয়টি আমলে নিয়ে দ্রুত পাশে দাঁড়ানোর অনুরোধ জানায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ