১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

ঢাবিতে ককটেল নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে সেটি পুরোপুরি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে হালকা শব্দ হয়। কিছুটা ধোঁয়া বের হলেও এটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি।

তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত লোকজন পানি ঢেলে দেয় ককটেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সামনে পড়ে ছিল ককটেলটি। কে বা কারা এটি নিক্ষেপ করেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টর অধ‌্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘আমরা খবর পেয়েছি, মধুর ক্যান্টিনের পশ্চিম পাশে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। সঙ্গে সঙ্গে এ বিষয়ে খোঁজ নিয়েছি। এটা বিস্ফোরতি হয়নি। কে বা কারা এটা নিক্ষেপ করেছে তা জানা যায়নি।’

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৯ ১:১৬ অপরাহ্ণ