১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

ঢাকার বাতাসের মানের অবনতি, অবস্থান দ্বিতীয়

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল জানিয়েছে, ঢাকার বায়ুর মানে ফের অবনতি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় দেখা গেছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী এর ঢাকার বায়ুর মান ছিল ২৭০। এ মান নিয়ে খারাপ বায়ুর শহরের তালিকায় আবারো এল ঢাকা।

সম্প্রতি ঢাকার বায়ুর মান নিয়ে প্রশ্ন উঠেছে। বায়ু দূষণ কমাতে উচ্চ আদালদের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সড়কে পানি ছেটানোর কার্যক্রম হাতে নিয়েছিল। এরপরও একবার দূষিত বায়ুর শহর হিসেবে ঢাকা শীর্ষ স্থান ও আজ দ্বিতীয় স্থানে চলে এল।

বৃহস্পতিবার এয়ার ভিজ্যুয়ালের র‍্যাংকিংয়ে দেখা গেছে, প্রথম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, দ্বিতীয় স্থানে বাংলাদেশের ঢাকা, তৃতীয় স্থানে ভারতের দিল্লি, চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর, পঞ্চম স্থানে ওই দেশেরই করাচি।

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৯ ১:১৩ অপরাহ্ণ