১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

ঘুষের ফাঁদে আমদানি ও রপ্তানি কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঘুষের ফাঁদে পড়ে ধরা খেয়েছেন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের সহকারী নিয়ন্ত্রক মো. আলমামুদ হোসেন।

চট্টগ্রামে নিজ অফিস কক্ষে আইআরসি নবায়নের জন্য ১৫ হাজার ঘুষের টাকা গ্রহণকালে হাতে-নাতে গ্রেপ্তার হয়েছেন।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য  এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে বলা হয়, অভিযোগকারী আশা করপোরেশনের মালিক মো. আজিমুল ইসলাম তার আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) নবায়নের জন্য ওই সহকারী নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে গেলে তিনি ঘুষ দাবি করেন। বিষয়টি চট্টগ্রামের দুদক অফিসের কাছে জানালে এবিষয়ে ফাঁদ পেতে ঘুষখোর ওই কর্মকর্তাকে ধরার জন্য আইনী ব্যবস্থা গ্রহণ করে। এই অবস্থায় আজ আজিমুলের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে দুদক টিমের কাছে হাতেনাতে গ্রেপ্তার হন। দুদকের উপ-পরিচালক মুহ: মাহবুবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৯ ৭:৩০ অপরাহ্ণ