আন্তর্জাতিক ডেস্ক : দলদস্যুদের হাতে বন্দি হওয়া ১৮ ভারতীয় মুক্তি পেয়েছে। রবিবার এক টুইটবার্তায় একথা নিশ্চিত করেছে ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া।
গত ৩ ডিসেম্বর নাইজেরিয়া উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করে জলদস্যুরা। জাহাজে থাকা ১৯ জনকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। তাদের মধ্যে ১৮ জনই ভারতীয়। জাহাজাটিকেও সঙ্গে নিয়ে যায়।
তারপরই নাইজেরিয়া প্রশাসন জাহাজটিকে ট্র্যাক করছিল। রবিবার জলদস্যুদের হাত থেকে তাদের মুক্ত করা সম্ভব হয়েছে।
ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া টুইট করে জানিয়েছে, ‘নাইজেরিয়া নেভি এবং শিপিং কোম্পানি ১৮ ভারতীয়ের মুক্তির খবর নিশ্চিত করেছে। তাদের ৩ ডিসেম্বর বন্দি করা হয়েছিল। তাদের নিরাপদ মুক্তির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’