২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

ডাকসুতে হামলা : ৪৩ জনের বিরুদ্ধে মামলা

ডাকসুতে ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে শাহবাগ থানায় মামলা করা হয়।

মঙ্গলবার সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।

হামলায় অন্তত ৩০ জন আহত হন। এর মধ‌্যে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় ১৪ জনকে। তিনজনকে আইসিউইতে চিকিৎসা দেওয়া হয়।

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৯ ১২:৩০ অপরাহ্ণ