২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৬

ভিপি নুরের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিপি নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর হামলার ঘটানায় মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। আটককৃত দুজন হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, ‘দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এই ঘটনায় আহতদের পক্ষে এখনো কোনও মামলা হয়নি। ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান  বলেন, ‘এই ঘটনায় এখনো কেউ মামলা করেনি। আমরা কাউকে আটকও করিনি। মামলা দিলে মামলা নেওয়া হবে।’

প্রসঙ্গত, রবিবার দুপুরে নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আহতরা। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর এবং তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে ২৩ ডিসেম্বর সকালে তার অবস্থার উন্নতি হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগ।

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৯ ৪:৫০ অপরাহ্ণ