১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

সূর্য তাপে প্রাণ পেল নগরী

ঠিক পাঁচদিন পর ঢাকার আকাশে দেখা মিলল সূর্যি মামার। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এমনই ধারণা দেয়া হয়েছিল। বলা হয়েছিল, সোম বা মঙ্গলবারের দিকে সূর্যের দেখা মিলতে পারে।

মৃদু শৈত্যপ্রবাহ আর সূর্যের আলো না থাকায় গত পাঁচদিনে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ছিল তীব্র শীত। তবে ঢাকায় এবার বেশি শীত অনুভূত হয়েছে। তাই পাঁচদিন পর সূর্যের দেখা পেয়ে নগরবাসীর মধ্যে এক ধরণের স্বস্তি নেমে এসেছে।

তাপ খুব বেশি না থাকলেও সূর্যের আলোতে শীতের তীব্রতা কিছুটা কম হওয়ায় এই স্বস্তি। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের জন্য সূর্য যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। কারণ শীতে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের।

রমনা পার্কের পাশে বাদাম বিক্রি করছেন সেলিম মিয়া। সেলিম বলেন, ‘কয়দিন পর একটু আরাম লাগতেছে। কি যে কষ্ট গেছে বলে বোঝানো যাবে না।’

চলতি মাসের শেষের দিকে কোথাও কোথাও বৃষ্টি এবং জানুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেলিম মিয়া তাই আপাতত সূর্য দেখে স্বস্তি পেলেও তার মনে শঙ্কা আছে সামনে আরও বেশি শীত অনুভব হতে পারে তা নিয়ে। বললেন, আবার নাকি শীত আসতেছে। তহন কি অবস্থা হইবো এই চিন্তা করতেছি।’

জাহাঙ্গীর আলম নামে এক চাকরিজীবী  বলেন, ‘পাঁচদিন তো রাস্তায় মানু্ষ বের হতে ভয় পেয়েছে। কিন্তু আজকে সূর্য দেখে সবার ভয় কেটে গেছে। একটু স্বস্তি লাগতেছে।’

এদিকে এমন অবস্থা বেশিদিন থাকবে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসারা পারভীন।  তিনি বলেন, ‘আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে শীতও কম অনুভূত হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে আবারো শীতের তীব্রতা বাড়বে।’

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৯ ৪:৪০ অপরাহ্ণ