২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১০

যুক্তরাষ্ট্রের শিকাগোয় বন্দুক হামলা, গুলিবিদ্ধ ১৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক স্মরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় রোববার মধ্যরাতে  শিকাগোর এনগেলউডের সাউথ মে স্ট্রিটের এক বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

গত এপ্রিলে অপর এক বন্দুক হামলায় নিহত ২২ বছর বয়সী তরুণ লনেল আরভিনের জন্মদিন উপলক্ষে তার স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ওই হামলায় আহতরা মিলিত হয়েছিলেন।

শিকাগো পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গুলিবিদ্ধদের বয়স ১৬ থেকে ৪৮। তাদের প্রত্যেকের দেহের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে।

জানা গেছে, হাউস পার্টিতে শুরু হওয়া একটি ঝগড়া থেকেই ঝামেলার সূত্রপাত। পুলিশ জানিয়েছে, প্রথম গুলিটি চলে রাত সাড়ে বারোটা নাগাদ।

ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। মার্কিন পুলিশ এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব হামলায় হতাহতের ঘটনাও উল্লেখযোগ্য।

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৯ ১২:৫২ অপরাহ্ণ