আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লির উত্তর-পশ্চিমাংশে একটি কাপড়ের গুদামে রবিবার মধ্য রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিন তলা ভবনের নিচতলায় ছিল কাপড়ের গুদাম। আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
সম্প্রতি উত্তর দিল্লিতে ভয়াবহ আগুনে ৪৩ জন নিহত হন। একটি কারখানায় আগুন লাগলে সেখানে ঘুমিয়ে থাকা শ্রমিকরা হতাহতের শিকার হন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

