১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

উইজডেনের এক দশকের সেরা একাদশে সাকিব

ক্রীড়া ডেস্ক : গেল দশ বছরের পারফরম্যান্স বিবেচনা করে দশকের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের সাময়িকী উইজডেন। এই একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। যদিও তিনি বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। কিন্তু তার গেল দশ বছরের পারফরম্যান্স ঈর্ষনীয়। সে কারণেই কোহলি, ধোনি, ওয়ার্নার, ডি ভিলিয়ার্সদের সঙ্গে দশকের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন প্রকাশিত সেরা একাদশে ভারতের রয়েছে তিনজন, অস্ট্রেলিয়ার দুইজন, দক্ষিণ আফ্রিকার দুইজন এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের একজন করে। একাদশে ব্যাটসম্যান রয়েছে ছয় জন। পেসার রয়েছে চারজন। আর একজন রয়েছে অলরাউন্ডার। তিনি সাকিব আল হাসান।

উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশ :

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও ডেল স্টেইন।

সেরা একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের গেল এক দশকের পারফরম্যান্স:

খেলোয়াড় দেশ ম্যাচ রান/উইকেট গড় সর্বোচ্চ
রোহিত শর্মা  ভারত ১৭৯ ৮১৮৬ ৫৩.৫০ ২৬৪
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ১০৯ ৪৮৮৪ ৪৭.৮৮ ১৭৯
বিরাট কোহলি ভারত ২২৬ ১১০৪০ ৬০.৬৫ ১৮৩
এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা ১৩৫ ৬৪৮৫ ৬৪.২০ ১৭৬
জস বাটলার ইংল্যান্ড ১৪২ ৩৮৪৩ ৪০.৮৮ ১৫০
মহেন্দ্র সিং ধোনি ভারত ১৯৬ ৫৬৪০ ৫০.৩৫ ১৩৯*
সাকিব আল হাসান বাংলাদেশ ১৩১ ৪২৭৬/১৭৭ ৩৮.৮৭/৩০.১৫ ১২৪*/৫-২৯
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ১৬২ ২৪৮ ২৮.৭৪ ৬-৩৮
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া ৮৫ ১৭২ ২০.৯৯ ৬-২৮
ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড ৮৯ ১৬৪ ২৫.০৬ ৭-৩৪
ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকা ৯০ ১৪৫ ২৪.৮০ ৬-৩৯
প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৯ ১২:০৬ অপরাহ্ণ