২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৫

চলন্ত বাস থেকে ফেলে হত্যার ঘটনায় মামলা

পাবনা প্রতিনিধি : পাবনায় চলন্ত বাস থেকে ফেলে সুমন হোসেন (৩৫) নামের এক যাত্রীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে সুমনের স্ত্রী রুমা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অরবিন্দ সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, বাসের ড্রাইভার ও হেলপারকে আসামি করা হয়েছে। আসামিদের নাম জানতে চাইলে অরবিন্দ সরকার তাদের নাম প্রকাশ করেননি।

প্রসঙ্গত, পাবনার পাকশী লালন শাহ সেতুর টোলপ্লাজার কাছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সুপার সনির বাসে (ঢাকা মেট্টো-ব-১৫-১৭৬৮) এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে বাসটি শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। সুমন ঈশ্বরদী উপজেলার পাকশী ঝাউতলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

লালন শাহ সেতুর টোলপ্লাজার সুপারভাইজার শুক্রবার (২০ ডিসেম্বর) জানিয়েছিলেন, ‘সিসিটিভির ফুটেজে দেখা গেছে, চলন্ত বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দ্রুত স্থানীয় পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে পাঠিয়েছিলাম। পরে জানতে পেরেছি, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ১১টায় চিকিৎসকেরা সুমনকে মৃত ঘোষণা করেন।’

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৯ ৭:২০ অপরাহ্ণ