১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

আ.লীগের সম্মেলনে জাতির জন্য নির্দেশনা ছিল না: ফখরুল

দেশজনতা অনলাইন : আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। এতে জাতি হতাশ হয়েছে।’

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন ফখরুল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি সদ্যপ্রয়াত মুরাদ কবিরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের পথ দেখাতে পারেনি দলটি। সেখানে ছিল শুধু ব্যক্তিবন্দনা। এই কাউন্সিলে জাতি হতাশ হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা গণতন্ত্রের সংকটের মধ্যে আছি। সবার প্রত্যাশা ছিল, এখান থেকে হয়তো গণতন্ত্রে উত্তরণের কোনো পথ বেরিয়ে আসবে। কিন্তু জাতি সে বিষয়ে কোনো দিকনির্দেশনা পায়নি। গণতান্ত্রিক ব্যবস্থাকে উপেক্ষা করা হয়েছে।’

জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সলিমুল্লাহ খানের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদের পরিচালনায় দোয়া মাহফিলে মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, কেন্দ্রওীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, জিয়া পরিষদের অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক আবদুল কালাম আজাদসহ নেতা-কর্মীরা অংশ নেন।

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ