২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

সূর্যের দেখা নেই তিন দিন, তাপমাত্রা বাড়তে পারে পরশু

এদিকে দেশের কোনও জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামার কারণে এ আবহাওয়াকে শৈত্যপ্রবাহ বলছেন না আবহাওয়াবিদরা। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবার একই এলাকা চুয়াডাঙ্গায় ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১৩, একইভাবে আজ চট্টগ্রামে ১৩ দশমিক ৩, বৃহস্পতিবার ছিল ১৬, সিলেটে আজ ১৩ দশমিক ৫, বৃহস্পতিবার ছিল ১৫ দশমিক ৮, বরিশালে আজ ১০ দশমিক ৪, বৃহস্পতিবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাজশাহী ও রংপুরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ রাজশাহীতে ১১ দশমিক ৯ যা বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৫। রংপুরে আজ তাপমাত্রা ১২, বৃহস্পতিবার ছিল ১১। আর খুলনার তাপমাত্রা আগের মতোই ১২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এছাড়া দেশের ১০ জেলার তাপমাত্রা আজ ১০ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, ঈশ্বরদী, সিরাজগঞ্জের তাড়াশ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশালে প্রায় শৈত্যপ্রবাহ বইছে বলা চলে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোর থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার থাকবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, তাপমাত্রা আগের চেয় কিছু এলাকায় বেড়েছে। তীব্র ঠান্ডা অনুভূত হলেও এখন কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামীকালও আবহাওয়া একই রকম থাকতে পারে। পরশু অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৯ ২:২০ অপরাহ্ণ