১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো ৩ দিন

আগামী তিন দিন শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস  জানিয়েছেন, রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙা অঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরো তিন দিন থাকতে পারে।

বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, সাধারণত ১০ ডিগ্রির কম তাপমাত্রা হলে শৈত্যপ্রবাহ ধরা হয়। আজ রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ৪, ঈশ্বরদীতে ৮ দশমিক ৮, বদলগাছিতে ৯ দশমিক ৫, সৈয়দপুরে ১০, রাজারহাটে ৯ দশমিক ৮, যশোরে ৯ দশমিক ২, চুয়াডাঙায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, ‘শৈত্যপ্রবাহ আগামী তিন দিন বা তার বেশি সময় অব্যাহত থাকতে পারে।’

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৯ ২:৩২ অপরাহ্ণ