১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫২

কেরানীগঞ্জে আগুন : নিহত বেড়ে ২০

মেডিক‌্যাল প্রতিবেদক : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ সোহান (১৯) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।

বুধবার দুপুর ১২টার পর তিনি শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোহানের বাবার নাম জব্বর আলী। তার গ্রামের বাড়ি জামালপুর।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১২ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে।

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৯ ১:৫৮ অপরাহ্ণ