১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:১১

একদিন বন্ধের পর খুলেছে তামাবিল সীমান্ত

সিলেট প্রতিনিধি : একদিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল সীমান্ত পর্যটকদের জন্য খুলে দিয়েছে ভারত। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশিরা তামাবিল সীমান্ত দিয়ে ডাউকি হয়ে ভারতে প্রবেশ করেন।
তামাবিল ইমিগ্রেশনের বন্দরের উপ-পরিদর্শক রমজান মিয়া বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে যাত্রীরা ভারত যেতে পারছেন। ভারতীয় অভিবাসন কর্মকর্তারাও যাত্রী প্রবেশে বাধা দিচ্ছেন না।
শুল্ক স্টেশনের কাস্টমস পুলিশের ইনচার্জ শাহ সৈয়দ রুমি জানান, ভারতীয় কর্তৃপক্ষ পর্যটকদের পাঠানোর অনুমতি দিয়েছে। তবে পর্যটকদের নিজ দায়িত্বে ভারতে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নেবে না দেশটির ভারতীয় কর্তৃপক্ষ।এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই কোনও নোটিশ ছাড়াই বিএসএফ বাংলাদেশি পর্যটকদের ভারতে প্রবেশে বাধা দেয়।

শুক্রবার সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (গণমাধ্যম) জানান, সংশোধিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে মেঘালয়ে আন্দোলন চলছে। যার কারণে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে শিলংয়ে কারফিউ জারি করা হয়। এজন্য ডাউকি সীমান্ত দিয়ে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। নিরাপত্তার কথা চিন্তা করেই পর্যটকদের যেতে দিচ্ছে না বিএসএফ।

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৯ ৩:৪২ অপরাহ্ণ