৪৪ বছর বয়সি পায়েল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। জুভেনাইল ডায়াবেটিকসে ভুগছিলেন। কয়েক বছর ধরে তিনি কোমাতে ছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু হয়েছে। স্পটবয় ডটকম এই তথ্য জানিয়েছে।
এদিকে গত বছর পায়েলের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন মৌসুমী ও তার স্বামী জয়ন্ত চ্যাটার্জি। তাদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন মেয়ের চিকিৎসা ঠিক মতো করাচ্ছেন না। এমনকি তাদের সঙ্গে দেখাও করতে দিচ্ছেন না। তবে পায়েলের স্বামী ডিকি সিনহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।
মৌসুমী চ্যাটার্জির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পিকু। এই সিনেমা ২০১৭ সালে মুক্তি পায়। সেই সময়ে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, আমার দুই মেয়েই স্বাবলম্বী। বড় মেয়ে পায়েল ডিজনির সঙ্গে কাজ করে। অন্যদিকে ছোট মেয়ে মেঘা দুটি সিনেমা করেছে। তবে সে সামাজিক উন্নয়নমূলক কাজেই বেশি ব্যস্ত। সবাই নিজ নিজ ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে।
এদিকে পায়েলের মৃত্যুর পর বলিউডের অনেক তারকা শোক প্রকাশ করেছেন। তবে মেয়ের মৃত্যুর পর মৌসুমী চ্যাটার্জির পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।