মেডিক্যাল প্রতিবেদক : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো নয়জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বুধবার দিবাগত রাত ৪টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।
নিহতরা হলেন-ইমরান, বাবলু, রায়হান, খালেক, সালাউদ্দিন, জিনারুল, আলম, ফয়সাল (৩২) ও অজ্ঞাত এক ব্যক্তি। এ ছাড়া ঘটনাস্থলে আগুনে পুড়ে আরো একজন মারা যান। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ নয়জন হাসপাতালে মারা গেছেন। এখনো হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন ২৫ জন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।