১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

মোটরসাইকেলে আগুন: ফখরুল-রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে দুই মামলা

সুপ্রিম কোর্টের তিনটি ফটকের প্রত্যেকটির সামনেই একটি করে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ ১৩৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে রাজশানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।.”
বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ জানান, সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও পূর্ত ভবনের উল্টো পাশে সুপ্রিম কোর্টের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কেউ মোটরসাইকেল তিনটির মালিকানা কেউ দাবি না করায় আগুনের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলছে পুলিশ।.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘কারা কী উদ্দেশ্যে গাড়িগুলোতে আগুন দিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।’

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৯ ১২:০৭ অপরাহ্ণ