১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

৭৭তম গোল্ডেন গ্লোব মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক :  বিশ্বের অন্যতম প্রসিদ্ধ অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন প্রবর্তিত এই অ্যাওয়ার্ড দেখার জন্য বিশ্বের সিনেমাপ্রেমীরা অধির আগ্রহে অপক্ষো করেন।

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে এর ৭৭তম আসর। এদিন লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এর আগে গতকাল সোমবার ঘোষণা হয়েছে এর মনোনয়ন প্রাপ্তদের তালিকা। এবার মোট মনোনয়নে এগিয়ে রয়েছে নেটফ্লিক্স। এর ম্যারেজ স্টোরিআইরিশম্যান যথাক্রমে ছয়টি ও পাঁচটি মনোনয়ন জিতেছে। অন্যদিকে টেলিভিশন ক্যাটাগোরিতে নেটফ্লিক্সের দ্য ক্রাউন, আনবিলিভেবল এবং এইচবিও-এর চেরনোবিল প্রত্যেকে চারটি করে মনোনয়ন পেয়েছে।

চলুন জেনে নিই কারা পেলেন এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়ন।

চলচ্চিত্র:

সেরা চলচ্চিত্র (ড্রামা): দ্য আইরিশম্যান, ম্যারেজ স্টোরি, ১৯১৭, জোকার, দ্য টু পোপস।

সেরা অভিনেতা (ড্রামা): ক্রিশ্চিয়ান বেল (ফোর্ড ভার্সেস ফেরারি), অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকিম ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)।

সেরা অভিনেত্রী (ড্রামা): সিনথিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)।

সেরা পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট), স্যাম মেনডেস (১৯১৭), টোড ফিলিপস (জোকার), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, জোজো র‌্যাবিট, নাইভস আউট, রকেটম্যান, ডোলমাইট ইজ মাই নেম।

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): ড্যানিয়েল ক্রেগ (নাইভস আউট), রোমান গ্রিফিন ডেভিস (জোজো র‌্যাবিট), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড), ট্যারন এগারটন (ডোলমেট ইজ মাই নেম), এডি মারফি (ডোলেমাইট ইজ মাই নেম)।

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ওকওয়াফিনা (দ্য ফেয়ারওয়েল), আনা দে আর্মাস (নাইভস আউট), কেট ব্লানচেট (হোয়ার উড ইউ গো, বার্নাডেট), বেনি ফেল্ডস্টেইন (বুকসমার্ট), এমা থম্পসন (লেট নাইট)

সেরা পার্শ্ব অভিনেতা: টম হ্যাঙ্কস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেসসি (দ্য আইরিশম্যান), ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।

সেরা পার্শ্ব অভিনেত্রী: ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল), অ্যানেট বেনিং (দ্য রিপোর্ট), লরা ডার্ন (ম্যারেজ স্টোরি), জেনিফার লোপেজ (হসলার্স), মার্গট রবি (বোম্বশেল)।

সেরা চিত্রনাট্য:  নোয়া বামবাচ (ম্যারেজ স্টোরি), বং জুন–হো এবং হান জিন ওন (প্যারাসাইট), অ্যান্থনি ম্যাককার্টেন (দ্য টু পোপস), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড), স্টেভেন জাইলিয়ান (দ্য আইরিশ ম্যান)।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : দ্য ফেয়ারওয়েল, পেইন অ্যান্ড গ্লোরি, পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার, প্যারাসাইট, লা মিজারেবলস।

সেরা মৌলিক গান: বিউটিফুল গোস্টস (ক্যাটস), আই অ্যাম গনা লাভ মি এগেইন (রকেটম্যান), ইনটু দ্য আননোন (ফ্রোজেন টু), স্পিরিট (দ্য লায়ন কিং), স্ট্যান্ড আপ (হ্যারিয়েট)।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : ফ্রোজেন টু, হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড, মিসিং লিংক, টয় স্টোরি ফোর, লায়ন কিং।

টেলিভিশন:

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : বিগ লিটল লাইস, দ্য ক্রাউন, কিলিং ইভ, দ্য মর্নিং শো, সাকসেসন।

টেলিভিশন সিরিজ সেরা অভিনেতা (ড্রামা): ব্রায়ান কক্স (সাকসেসন), কিট হ্যারিংটন (গেম অব থ্রোনস), রামি মালেক (মিস্টার রোবট), টবিয়াস মেনজিস (দ্য ক্রাউন), বিলি পর্টার (পোজ)।

টেলিভিশন সিরিজ সেরা অভিনেত্রী (ড্রামা): জেনিফার অ্যানিস্টন (দ্য মর্নিং শো), অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন), জোডি কামার (কিলিং ইভ), নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস ), রিজ উইদারস্পুন (বিগ লিটল লাইস)।

সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি) : ব্যারি, ফ্লিব্যাগ, দ্য কোমিনস্কি ম্যাথোড, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল, দ্য পলিটিশিয়ান।

টেলিভিশন সিরিজ সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) : মাইকেল ডগলাস (দ্য কোমিনস্কি ম্যাথোড), বিল হ্যাডার (ব্যারি), বেন প্ল্যাট (দ্য পলিটিশিয়ান), পল রুড ( লিভিং উইথ ইয়োরসেলফ), র‌্যামি ইউসুফ (র‌্যামি)।

টেলিভিশন সিরিজ সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : ক্রিস্টিনা অ্যাপেলগেট (ডেড টু মি), র‌্যাচেল ব্রসনান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল), ক্রিস্টেন ডানস্ট (অন বিকামিং অ্যা গড ইন সেন্ট্রাল ফ্লোরিডা), নাতাশা লিওন (রাশিয়ান ডল), ফিবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)।

সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ : ক্যাচ-২২, চেরনোবিল, ফোস/ভেডন, দ্য লাউডেস্ট ভয়েস, আনবিলিভেবল।

টেলিভিশন লিমিটেড সিরিজ সেরা অভিনেতা : ক্রিস্টোফার অ্যাবোট (ক্যাচ-২২), সাশা ব্যারন কোহেন (দ্য স্পাই), রাসেল ক্রু (দ্য লাউডেস্ট ভয়েস), জ্যারেড হ্যারিস (চেরনোবিল), স্যাম রকওয়েল (ফোস/ভেডন)।

টেলিভিশন লিমিটেড সিরিজ সেরা অভিনেত্রী : কেইটলিন ডেভার (আনবিলিভেবল), জোয় কিং (দ্য অ্যাক্ট), হেলেন মিরেন (ক্যাথরিন দ্য গ্রেট), মেরিট ওয়েভার (আনবিলিভেবল), মিশেলে উইলিয়ামস (ফোস/ভেডন)।

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): অ্যালান আরকিন (দ্য কোমিনস্কি ম্যাথোড), কিরান কুলকিন (সাকসেসন), অ্যান্ড্রু স্কট (ফ্লিব্যাগ), স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল), হেনরি উইঙ্কলার (ব্যারি)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিডেট সিরিজ): প্যাট্রিশিয়া অ্যাকুয়েট (দ্য অ্যাক্ট), হেলেন বোনহান কার্টার (দ্য ক্রাউন), টনি কলেট (আনবিলিভেবল), মেরিল স্ট্রিপ ( বিগ লিটল লাইস), এমিলি ওয়াটসন (চেরনোবিল)।

 

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৯ ১:২৬ অপরাহ্ণ