২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

ময়মনসিংহে ২য় দিনের মত বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি : পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে গেছে ময়মনসিংহ শহর।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে তাদের।

মঙ্গলবার সকাল থেকে ২য় দিনের মতো চলা এই ধর্মঘটে জেলার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস টার্মিনালসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। শ্রমিকদের মারধর এবং বিআরটিসি বাস প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট আহবান করা হয়।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান জানান, প্রথমে স্বল্প পাল্লায় বিআরটিসি বাস দেয়া হলেও পর্যায়ক্রমে সেটি দুরপাল্লাসহ ময়মনসিংহের বিভিন্ন রুটে সম্প্রাসারণ করা হয়েছে। সমিতিকে না জানিয়ে সোমবার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ১০টি বিআরটিসি বাস দেয়া হয়েছে। তাদের দাবি ছিল সমন্নয় করে বিআরটিসি বাস চালানোর কিন্তু সেটি না হওয়ায় পরিবহন ধর্মঘট ছাড়া বিকল্প কোন পথ ছিল না।

নেত্রকোনা মহুয়া বাস সার্ভিসের চালক মোবারক হোসেন  জানান, এই রুটে বিআরটিসির ১০টি বাস চললে আমাদের না খেয়ে থাকতে হবে। আমাদের দাবি না মানলে আমরা আর বাস চালাব না।

এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল না করায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রী আবুল কালাম  জানান, কালকেও আমরা এখান থেকে বাসে চড়েছি। কিন্তু আজ এসে দেখি বাস বন্ধ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, শ্রমিক-মালিক সংঘঠনের নেতাদের সাথে আলোচনা করে শিগগিরি এ সমস্যা সমাধান করা হবে।

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৯ ১:০৮ অপরাহ্ণ