২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনের পক্ষে রায়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনের পক্ষে রায় হয়েছে।

বিরোধী দলগুলোর তীব্র আপত্তি ও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও সোমবার এ বিল উত্থাপনের পক্ষে রায় হয়।

আল জাজিরা ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, লোকসভায় সমর্থন পাওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে এই বিল উত্থাপন করেন।

অমিত শাহ দেশটির ছয় দশকের পুরোনো নাগরিকত্ব বিষয়ক আইনের সংশোধন করে প্রস্তাবিত বিলটি লোকসভায় পেশ করলে প্রধান বিরোধী দল কংগ্রেসেসহ অন্যান্যরা তার বিরোধীতা করে।

দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (সিএবি) নামে ওই বিলের মাধ্যমে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধন করা হবে। সোমবার দুপুরে লোকসভায় বিল উত্থাপন করা হবে কিনা এমন প্রস্তাব করা হলে এর পক্ষে ২৯৩ এবং বিপক্ষে ৮২ জন ভোট দেন। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা ৫৪৩ আসনবিশিষ্ট। ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন ৩৭৫ আইনপ্রণেতা।

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৯ ৭:২৮ অপরাহ্ণ